বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকল্পগুলো বাস্তবায়নে আরও গতি আনতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি। মঙ্গলবার সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সদর দফতরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের বিনিয়োগ, বাণিজ্য ও আমদানি-রফতানি কার্যক্রম বাড়ার সাথে ক্রমেই বিমান ও বিমানবন্দরের কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (বেবিচক) প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আনতে হবে।
নয় মাসে স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তাই একটি মন্ত্রণালয়কে গতিশীল করতে নয় মাস সময় কম নয়। দ্রুততম সময়ের মধ্যে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ এবং কক্সবাজার বিমান বন্দরের দ্বিতীয় ফেজের কাজ শুরু করতে হবে।
শাহজালাল বিমান বন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে যাত্রীসেবার মান উন্নয়নে আন্তরিক হতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন শাহজাহান কামাল।
সিভিল অ্যাভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক।
পরে মন্ত্রী হযরত শাহজালাল বিমান বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম