কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌরুটে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়। ঘন কুয়াশার কারণে এর আগে ভোর থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কাঁঠালবাড়ী ঘাটে লোড করা ফেরিগুলো সকাল দশটার দিকে কুয়াশা কেটে গেলে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার