বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশের সহযোগী সংগঠন মুক্তিযুদ্ধের প্রজন্মধারা। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে অন্যদের মধ্যে স্বাক্ষর করেন- সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান হিমু, মহানগর উত্তরের সভাপতি মামুন রেজা, কোষাধ্যক্ষ সেলিনা আক্তার রুমি প্রমুখ।
২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় 'সাবেকদের আমলনামা : রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা' শিরোনামে সংবাদ প্রকাশের জেরে এই মামলাটি দায়ের হয়। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন মামলাটি দায়ের করেন। প্রতিবেদন প্রকাশের ৪০ দিন পর এই মামলাটি দায়ের করা হয়েছিল।
এরপর গত ২ জানুয়ারি লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম