বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি পেতে তার ১২ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল নাজিমুদ্দিন রোডের পুরান কারাগারে গেছেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
সোমরার বেলা ১২টার দিকে চিকিৎসকরা কারাফটকের সামনে যান। চিকিৎসক দলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের মোট ১২ জন চিকিৎসক রয়েছেন।
চিকিৎসক প্রতিনিধি দলটি আইজি প্রিজনের কাছে অনুমতি নিতে যান। তবে এ সংবাদ লেখা পর্যন্ত অর্থাৎ দুপুর একটা পর্যন্ত অনুমতি পাননি তারা।
চিকিৎসরা আইজি প্রিজন্সের কক্ষে গিয়ে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করেছেন। কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাতের অনুমতি দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এসব চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর