মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃতুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বুধবার সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে।
১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্ম ফেরদৌসী প্রিয়ভাষিণীর। এখানেই কেটেছে তার শৈশব-কৈশোরের দিনগুলো। প্রসঙ্গত, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য গত বছর সরকার ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে ২০১০ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ফারজানা