আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানঞ্জারো জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী আমাতুন নূর মৃদুলা। যাত্রার ৬ দিন পর ৪ মার্চ কিলিমাঞ্জারোর শীর্ষে উঠেন মৃদুলা। বাংলাদেশের কনিষ্ঠ নারী পর্বতারোহী হিসেবে তিনি এ চূড়ায় আরোহন করেন। ১৯ হাজার ৩৪১ ফুট উচ্চতার এ শৃঙ্গে আরোহন শেষে গত সোমবার নিরাপদে নেমে এসেছেন মৃদুলা। আজ মঙ্গলবার মুঠোফোনে কথা হয় তার সঙ্গে। জানালেন কিলিমাঞ্জারো জয়ের খবর। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন মৃদুলা।
মৃদুলা এর আগে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের অভিযানে নামেন। ২০১৭ বছরের ১৫ এপ্রিল হিমালয়ের বহু কাঙ্ক্ষিত বেসক্যাম্পেও পৌঁছান তিনি। ভূমি থেকে ২২ হাজার ফুট ওপরে পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের এই তরুণী। তবে ভারি তুষারপাতসহ বৈরী আবহাওয়া এবং শেরপারা অসুস্থ হয়ে পড়লে অভিযান অসমাপ্ত রেখেই ফিরতে হয় তাকে।
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ছাত্রী মৃদুলা। জন্ম ঢাকায়। দাদার বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। মৃদুলার বাবা আবু হেনা ও মা ফরিদা আক্তার। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এ ছিলেন মৃদুলা। তখন থেকেই শুরু হয় পর্বতারোহনের প্রস্ততি। একটু বড় হওয়ার পর নেপাল ও ভারতের বেশ কিছু পর্বতারোহী বন্ধু এবং ইন্সট্রাকটরদের কাছে পর্বতারোহণের অনুপ্রেরণা পেয়েছিলেন মৃদুলা। ২০১৬ সালের অক্টোবরে হিমালয়ের শীতিধার চূড়ায় আরোহণের পর থেকেই মৃদুলার স্বপ্ন উঁচু সাদা পর্বত জয় করা।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ থেকে শাফিনা শেহনাজ, মুসা ইব্রাহিম, নিয়াজ মোর্শেদ পাটওয়ারী, ওয়াসফিয়া নাজরীনরা কিলিমানঞ্জারো জয় করেন ।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ফারজানা