দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়াতেই মুক্ত হতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতি মামলায় আইনি প্রক্রিয়ায় জেলে গেছেন এবং আইনি প্রক্রিয়াতেই তাকে মুক্ত হতে হবে।'
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'খালেদা জিয়াকে সরকার জেলে পাঠায়নি। তিনি জেলে থাকুক তা আমরা চাই না। কারণ, জেলে থাকার কি কষ্ট তা আমরা জানি।’
বিএনপিকে ছাড়া আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না বলেও জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
নাসিম আরও বলেন, ‘নির্বাচন নিয়ে অন্য কোনো ধরনের চিন্তা করে লাভ নেই। কারণ, যথা সময়ে ও যথা নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় থাকতে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। আমরা সকল দলের অংশগ্রহণে একটি ভাল নির্বাচন করতে চাই। আমরা ফাঁকা মাঠে গোল করতে চাই না। আমরা ভাল খেলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে হ্যাট্রিক করতে চাই।’
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৮/মাহবুব