প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন। বাংলাদেশের মানুষ ছিলো শোষিত বঞ্চিত। তিনি তাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে একটি প্রদেশকে একটি রাষ্ট্রে পরিণত করেছিলেন। সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছিলেন।
দুপুর ২টায় শুরু হওয়া সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন