‘জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছিল। কিন্তু ইতিহাস কেউ নিশ্চিহ্ন করতে পারে না। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেস্কোর স্বীকৃতিই তার প্রমাণ। অথচ এদেশে ৭ই মার্চের ওই ভাষণ বাজানোর কোনো অধিকার ছিল না। যেখানেই বাজানো হতো সেখানেই বাধা দেওয়া হতো। তবুও এ ভাষণ বাজানো থেমে থাকেনি।'
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত জনসভায় বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে পরিচিতি দিয়েছিলেন বঙ্গবন্ধু। এদেশের মানুষ ছিল শোষিত-বঞ্চিত, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, রাজনৈতিক মুক্তির জন্যই ছিল জাতির পিতার আন্দোলন-সংগ্রাম।
দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সম্পর্কে সবাই সজাগ থাকবেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। পূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের সময়তো দেশ এতো উন্নতি করতে পারেনি। কেননা তারা দেশের উন্নয়নে বিশ্বাস করতো না।
বিডি প্রতিদিন/০৭ মার্চ ২০১৮/এনায়েত করিম