বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার উস্কানি দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে উচ্ছৃঙ্খল করার চেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফখরুল আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা চালানোর ঘটনায় ধিক্কার জানাই। ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। একই সঙ্গে সরকারের পদত্যাগ দাবি করছি।
এর আগে পূর্ব ঘোষণা অনুসারে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
কর্মসূচি চলাকালে পুলিশ ছাত্রদলের ঢাকা উত্তর মহানগরীর সভাপতি মিজানুর রহমান রাজকে আটক করতে গেলে দলের সিনিয়র নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সেসময় বক্তব্য রাখছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক। ধস্তাধস্তিতে বিএনপির কয়েকজন সিনিয়র কয়েকজন নেতা আহত হন।
পরে চলমান এ অবস্থান কর্মসূচি নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে বেলা পৌনে ১২টায় পণ্ড হয়।
বিডিপ্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৮/ ই জাহান