বিএনপির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় আছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে রিকশা ও ভ্যান বিতরণকালে আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিতে চায়। তারা (বিএনপির নেতাকর্মীরা) বর্তমানে অপেক্ষায় আছেন। কারণ আওয়ামী লীগ সভানেত্রীর অনুমতি না পাওয়ায় তাদের দলে নেয়া হচ্ছে না।
বিডি প্রতিদিন/১৬ মার্চ ২০১৮/এনায়েত করিম