নেপালে বিমান দুর্ঘটনায় আহতদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। কাঠমান্ডুর বিমান বিধ্বস্তের ঘটনায় আহত পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার সকালে আইসিইউ ও কেবিন ব্লকে তাদের দেখেন চিকিৎসকরা।
আহতরা হলেন শাহরিন আহমেদ, আলমুন নাহার অ্যানি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা, মেহেদী হাসান ও রাশেদ রুবায়েত।
গত ১৫ মার্চ কাঠমান্ডু থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের তত্ত্বাবধানে আহত শাহরিন আহমেদকে দেশে আনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। ১৬ মার্চ দেশে আনা হয় একই পরিবারের তিন সদস্য আলমুন নাহার অ্যানি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা এবং মেহেদী হাসানকে। ১৭ মার্চ দেশে আনা হয় এ দুর্ঘটনায় আহত শেখ রাশেদ রুবায়েতকে দেশে আনা হয়।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়। নিহত ৫১ জনের মধ্যে বাংলাদেশি ছিলেন ২৬ জন।
বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/ফারজানা