ঢাকা থেকে আগামীকাল রবিবার সকাল ৯টার দিকে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট যাবে কাঠমান্ডুতে। যে ফ্লাইটে স্বজনসহ ইউএস-বাংলা এয়ার কর্তৃপক্ষের সকলেই দেশে ফিরে আসবেন।
পরে বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের মধ্যে ২১ জনের লাশ ফেরত আসবে। এখন লাশগুলোর গোসলসহ অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে কফিনে ঢুকানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, সোমবার বিকালে নিহতদের লাশ দেশে আনা হবে বলে রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ অবতরণের সময় কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে ৪৯ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে পাইলট আবিদ সুলতানসহ ২৬ জন বাংলাদেশি।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/মাহবুব