আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না সেই বিএনপি-জামায়াতকে বাংলার জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। রবিবার দুপুরে পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশনে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংক্ষিপ্ত পথসভায় একথা বলেন তিনি।
এ সময় আনিসুল হক আরও বলেন, যারা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ বিশ্বাস করে না, যারা রাজনীতির নামে জ্বালাও পোড়াও করে, বাংলাদেশের উন্নতি ত্বরান্বিত করতে চায় বাংলার জনগণ আর তাদের তথা স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় দেখতে চায় না। ন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি এবং দেখেছি। বাংলার জনগণ তাই আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ।
চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সাকওয়াত হোসেন সাকুর সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর আসনের সংসদ সদস্য মকবুল হোসেন এমপি প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৮/ওয়াসিফ