শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস করা প্রতিষ্ঠান গতবার ছিল ৯৩টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০৯টি। ফলে কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান গতবারের চেয়ে ১৬টি বেড়েছে।
রবিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৭ হাজার ৫৭৪ (গত বছরের তুলনায় ২ লাখ ৪৪ হাজার ৬১২ জন বেশি)। মোট পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ৫০৪ । মোট পাসের হার ৭৭.৭৭ শতাংশ, যা গত বছরের চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ কম।
বিডি প্রতিদিন/৬ মে, ২০১৮/ফারজানা