বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদসহ চারজনকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ তাদের এই জামিন মঞ্জুর করেন।
বিএনপির অন্য তিন নেতা হলেন- দলটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইমলাম অমিত, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাজ্জাদুর রহমান এবং যশোর জেলার ইস্কান্দার আলী।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এসময় সাথে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল নড়াইলের কালিয়া থানাধীন একটি গ্রামে জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গির বিশ্বাসের গ্রামের বাড়িতে বিএনপির প্রতিনিধি সভা থেকে চেয়ারপারনের উপদেষ্টা কবির মুরাদসহ ৫৯ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৮/হিমেল