মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে বাংলাদেশকে আরও অ্যাগ্রেসিভ (আক্রমণাত্মক) ভূমিকা নিতে হবে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
২৭ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের এক বছরপূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
কাজী রিয়াজুল হক বলেন, ‘২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে মিয়ানমারের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে। তবে এর বাস্তবায়ন হয়নি। তাদের নিজ ভূমিতে ফেরাতে বাংলাদেশকে আরও অ্যাগ্রেসিভ (আক্রমণাত্মক) ভূমিকা নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে একটি চুক্তি প্রয়োজন ছিল, তাই চুক্তি হয়েছে। কিন্তু এই চুক্তির বাস্তবায়ন ও উদ্দেশ্যের দৃষ্টিকোণ দেখে আমরা হতাশ। চুক্তি বাস্তবায়নে সরকারের মন্ত্রণালয় কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করেছে তা আমার জানা নেই। তবে জাতিসংঘের কোনো দেশই সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এটা বলতে পারি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশকে আরও ‘অ্যাগ্রেসিভ’ হতে হবে।’
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৮/মাহবুব