ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থিতা ফিরে ফিরে পেতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলটি শুনানি হবে আজ। এবং সোমবারই আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে আবেদনটির নিষ্পত্তি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার মীর হেলাল গণমাধ্যমকে জানিয়েছেন, তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার আবেদনের আজ শুনানি হবে।
এর আগে, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন (ইসি) ও হাইকোর্টে আবেদন করেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রায় পাননি খালেদা জিয়া। রবিবার হাইকোর্টে খারিজ হওয়া ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন জমা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৮/মাহবুব