‘লকডাউনে নারী নির্যাতন ও গর্ভধারণ বাড়ছে’ শীর্ষক বিভিন্ন গণমাধ্যমে আজ রবিবার প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
রবিবার গণমাধ্যমে পাঠানো সিপিডি’র বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের ফলে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া ও বাল্যবিবাহ এবং গর্ভধারণের আশঙ্কা রয়েছে। এগুলো রোধে গণমাধ্যম ও প্রযুক্তির ব্যবহার করে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের মাধ্যমে এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এই কথাগুলোই আমি গতকাল শনিবার ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ’ আয়োজিত ‘করোনাভাইরাস বা কভিড-১৯ মোকাবিলায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানসমূহের তৎপরতার কার্যকারিতা বাড়াতে সরকারের প্রতি সুপারিশ’ শীর্ষক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছিলাম।
বিষয়টি গণমাধ্যমসমূহে সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলেও জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বিডি প্রতিদিন/আরাফাত