করোনাকালীন এই চরম বিপর্যয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
তিনি বলেন, সম্পদশালী ব্যবসায়ীসহ সর্বস্তরের সাহিবে নিসাব ব্যক্তিদের যাকাত আদায় করতে হবে। শনিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
মুফতি ফয়জুল্লাহ বলেন, মুসলিম দেশগুলোকে অর্থনৈতিকভাবে সমস্যায় থাকা লাখ লাখ মুসলমানের স্বার্থে একত্রে আরও বেশি করে কাজ করতে হবে।
তিনি বলেন, সমাজের প্রতিটি অংশকেই দল-মত, সাদা-কালো নির্বিশেষে এই মহামারির ভয়াল থাবা থেকে পরিত্রাণের প্রচেষ্টার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে অথবা বিত্তশালীদের মাধ্যমে দরিদ্র শ্রেণির পাশে দাঁড়াতে হবে। ক্ষতিগ্রস্ত, অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের সাহায্য করতে হবে।
ক্ষুধার্তদের খাবার সরবরাহ করতে হবে। কারো কোন প্রতিবেশী যেন ক্ষুধার্ত না থাকে, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ধনী মুসলিম দেশগুলো দরিদ্র দেশগুলোর চেয়ে ২০০ গুণ বেশি সমৃদ্ধ। কিন্তু এসব ধনী মুসলমান দেশগুলো যদি তাদের যাকাত আদায় করে, তবে কোনো মুসলিম দেশ দারিদ্র্যের শিকার হবে না।
বিডি প্রতিদিন/আরাফাত