অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করে যাচ্ছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীরা।
করোনার ভয়াবহতার মধ্যেও প্রায় দুই হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা প্রদান করা হয়েছে।
আজ শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীরা সব রকম ঝুঁকিকে উপেক্ষা করে ১ হাজার ৫৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীকে ৩৯ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ৪০৮ টাকা তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেন। এছাড়া আসন্ন ঈদুল আযহার আগেই ৮০২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে ৩৩ কোটি ০৫ লাখ ৩৪ হাজার ১২৫ টাকা পৌঁছে দেয়াসহ করোনা মহামারির মধ্যে কল্যাণ ট্রাস্ট থেকে মোট ৭২ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৫৩৩ কোটি টাকা ছাড় করা হয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু সার্বক্ষণিকের তদারকি করছেন।
অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, করোনার এই মহাদুর্যোগের কথা বিবেচনা করে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দুর্দশা লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সেবা প্রদান করেছেন।
তিনি জানান, এ ব্যাপারে উৎসাহ যুগিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী নিজে ফোন করে এর খোঁজ খবর রাখছেন এবং পরামর্শ দিচ্ছেন।
বিডি প্রতিদিন/আরাফাত