দেশের অন্যতম বৃহত্তম লুব্রিকেন্ট ব্লেন্ডিং কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল অয়েল-‘বিএনও’ নামে খ্যাত ইঞ্জিন অয়েলের উৎপাদক প্রতিষ্ঠান লুব-রেফ (বাংলাদেশ) লি. পুঁজিবাজারে আসছে।
সম্প্রতি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ১৫০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে শেয়ারের প্রান্ত-সীমা মূল্য নির্ধারণে নিলামের অনুমতি দিয়েছে লুব-রেফ’কে।
কোম্পানি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন তুলে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও’র খরচ খাতে ব্যয় করবে। আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান লুব-রেফ অটোমোবাইল, শিল্প ও মেরিন খাতে ‘বিএনও’ ব্র্যান্ড নামে লুব্রিকেন্ট উৎপাদন ও বাজারজাত করে। দেশে তাদের একটি উচ্চমানের এক্রেডিটেড পেট্রোলিয়াম টেস্টিং ল্যাবরেটরি রয়েছে। শেয়ার বাজারে এটি হবে বেসরকারি খাতে দ্বিতীয় লুব্রিকেন্ট কোম্পানি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন