১৬ জানুয়ারি, ২০২১ ১৫:৫৩

বাঁশবাড়িয়ায় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাঁশবাড়িয়ায় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ

চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন নিয়ে সভা অনুষ্ঠিত হয়

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায়। বেসরকারি খাতে এটিই প্রথম বাংলাদেশি মেগা প্রকল্প, যেখানে ৯ হাজার ৯৪৩ কোটি ৬৬ লাখ টাকা বিনিয়োগ করা হবে।

চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউতে এ বিষয়ে একটি সভা শনিবার অনুষ্ঠিত হয়। সভায় ৭ হাজার ৪৫৭ কোটি ৭৫ লাখ টাকা অর্থায়নের ব্যাপারে প্রকল্পের মূল অর্থ যোগানদাতা অগ্রণী ব্যাংক লিমিটেড, অন্যান্য ব্যাংকসমূহের কর্মকর্তাসহ ১৫টি ঋণদানকারী প্রতিষ্ঠানের ব্যাংকসমূহের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। 

সভায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের হেড অব ব্যাংকিং রাজীব সামাদ, প্রকল্প প্রধান নাফিজ ইমতিয়াজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর