১৮ মে, ২০২১ ১৫:২৭

ভারতকে আরও চার ট্রাক ওষুধ উপহার পাঠাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ভারতকে আরও চার ট্রাক ওষুধ উপহার পাঠাচ্ছে বাংলাদেশ

ভারতে ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় চালানে মঙ্গলবার করোনা চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে এমন চার ট্রাক ওষুধ ভারত সরকারকে উপহার পাঠানো হচ্ছে। 

এর আগে গত ৬ মে ১০ হাজার পিস করোনা প্রতিশেষক ইনজেকশন ভারতকে উপহার দেয় বাংলাদেশ।

মঙ্গলবার দুপুর ১টার পর যে কোনো সময় চার ট্রাক ওষুধ ভারতের পেট্রাপোল বন্দরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে ওষুধ বোঝাই ৪টি ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোলে অপেক্ষায় রয়েছে। আনুষ্ঠানিকভাবে ওষুধ গ্রহণের জন্য ওপারে ভারতীয় কর্তৃপক্ষ অপেক্ষায় আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আবু তাহের জানান, ৪টি ট্রাকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টার ন্যাশনালের সত্ত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, কাস্টমস ও বন্দরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলেই ভারতে ট্রাক প্রবেশ করবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর