শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
রাজশাহীর আরও চার উপজেলায় ১২০০ অসহায় পরিবার পেলো বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

হাতের নৈপুণ্য কারুকার্যে বাঁশ দিয়ে সবজির ডালি বানান শফিকুল ইসলাম। ৩০ বছর ধরে এই কাজ করেন তিনি। সেসময় সপ্তাহে ১০-১২টি ডালি বানাতেন। তবে ২০ বছর আগে এক দুর্ঘটনায় শফিকুলের একটি পা কাটা পরে। এরপর থেকে কর্মক্ষমতা কমেছে তার। এখন ফরমায়েশ পেলে ঘরে বসে তিনি ও স্ত্রী মিলে সপ্তাহে ৪-৫ টা বানান। সপ্তাহে আয় করেন মাত্র ৮০০-১০০০ টাকা। এই সীমিত আয়েই এক সন্তান নিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন তারা।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় তাদের পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। সহায়তা পেয়ে শফিকুল বলেন, ‘আপনাদের খাবার পেয়ে ১০ দিনের অভাব কমে গেল।’
রবিবার রাজশাহীর পবা, মোহনপুর, বাগমারা ও দুর্গাপুর উপজেলার ১২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া দিয়েছে বসুন্ধরা গ্রুপ। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়।
পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে নওহাটার পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ বলেন, 'বসুন্ধরা গ্রুপ আমাদের উপজেলার অসহায় পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে। তাই তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গতবছর করোনার শুরুতে অনেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজের বাড়ির পাশের প্রতিবেশিও এগিয়ে এসেছিলো। কিন্তু এবার সেভাবে কেউ এগিয়ে আসেনি। কিন্তু বসুন্ধরা গ্রুপ এবারও লাখ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে। এই মহতি উদ্যোগের জন্য তাদের সাধুবাদ জানাই।'
মোহনপুর উপজেলায় ৩০০ অতিদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে বসুন্ধরা গ্রুপ। ফাতেমা বেগম নামের এক উপকারভোগী বলেন, 'করোনাতে খুব কষ্ট করে আছি। এহন আবার বাড়ির উপর পানি উঠছে। নৌকা দিয়া বাড়িতে যাইতে হয়। এই সময়ে তোমাদের খাবার পেয়ে উপকার হইছে। আল্লা তোমাদের সুখে শান্তিতে রাখবে।' সালমা বেগম নামের এক উপকারভোগী বলেন, 'আমাদের কেউ সাহায্য করে না। অনেক আগে একবার সেমাই চিনি পাইছিলাম। আর পাই নাই। খুব অভাবে আছি। আপনাদের এই চাল, ডাল দিয়া শান্তিতে কাটবে কিছুদিন।'
বাগমারা উপজেলার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বর্গা নিয়ে পান চাষ করেন ইউসুফ আলী। বাজারে পানের দাম একেবারে কম হওয়ায় লাভ করতে পারছেন না। এখন পরিবার নিয়ে খুব কষ্টকর জীবনযাপন করছেন। এই সংকটকালীন সময়ে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে খুশি হয়েছেন তিনি। ইউসুফ বলেন, 'এমন সাহায্য পেলে খুব ভালো হয়। এহন আমরা অভাবে আছি। এই খাবারে আমার মত পরিবার ১৫ দিন খাইতে পারব। এমন মাঝে মাঝে পাইলে আমাদের দুঃখ থাকবে না। '
দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বান উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করে শুভসংঘের সদস্যরা। খাদ্য সহায়তা পেয়ে রোকেয়া বেগম নামের এক উপকারভোগী বলেন, 'আমার ভিটামাটি কিছু নাই। অভাব অনটনে তোমাদের খাবার পেয়ে কয়ডা দিন খাইতে পারব।'
খাদ্যসামগ্রী বিতরণের চলমান কার্যক্রমের বিষয়ে কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, 'বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমরা দেশব্যাপী দুই লাখের অধিক মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে রংপুর বিভাগের সব জেলায় ২৪ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। এখন রাজশাহী বিভাগে আরও ২৪ হাজার মানুষকে খাদ্যসামগ্রী বিতরণের কাজ করছি। এরপর আমরা খুলনা বিভাগের সব জেলায় এই কার্যক্রম সম্প্রসারিত করব।'
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউসার আলী, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর