৭ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২ পয়েন্টে, যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হয়েছিল।
এ ছাড়া অপর দুটি সূচকও অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডিএসই ৩০ সূচক আজ ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩৩ পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়া সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৬৮ কোটি টাকার, যা গত কার্যদিবসের চেয়ে ৩৯৪ কোটি ৭ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৪৭৪ কোটি টাকার।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৩৫ পয়েন্ট। অবস্থান করছে ২ হাজার ৫৬৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।
বিডি প্রতিদিন/ফারজানা