জাপানি দুই শিশুর মায়ের সঙ্গে থাকা ও ঘুরতে যাওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন বাবা। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার আদালত জানান, জাপানি মা মেয়েদের সঙ্গে রাতে থাকতে ও বেড়াতে পারবেন। চার রাত শুধু মা থাকবেন শিশুদের সঙ্গে। অন্যদিনগুলোতে মা-বাবা উভয়ে থাকবেন। তারা চাইলে শিশুদের নিয়ে বাইরে ঘুরতেও যেতে পারেন।
আদালত আরও বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে একদিন পরপর অর্থাৎ ৯-১৫ সেপ্টেম্বরের মধ্যে ৪ রাত শিশুরা মায়ের সঙ্গে থাকবে। এই সময়গুলোতে দিনের বেলায় বাবা শিশুদের সঙ্গে থাকবেন। মা-বাবা উভয়েই আলাদাভাবে তাদের নিয়ে বাইরে বেড়াতে যেতে পারবেন।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট হাইকোর্টের দেয়া আদেশের পরদিন ১ সেপ্টেম্বর থেকে গুলশানের একটি ফ্ল্যাটে রয়েছে জাপান থেকে আসা ১০ ও ১১ বছর বয়সী দুই শিশু। শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ওই বাসায় তাদের রাখার প্রস্তাব দিয়েছিলেন। শুনানি নিয়ে ৩১ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ আদেশ দেন।
বিডি প্রতিদিন/আরাফাত