পদ্মা সেতুর উদ্বোধন এলাকায় স্মৃতিকে ধরে রাখতে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
আজ শনিবার দুপুর ১২টা ৮ মিনিটের দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে স্মৃতিময় সময়টিকে ফ্রেমে আবদ্ধ করেন মা-মেয়ে।
এর আগে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করেন। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে তিনি জাজিরার উদ্দেশে রওয়ানা হন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ