২৮ জুন, ২০২২ ১৮:০৩

বেঁচে থাকার অধিকার রক্ষায় প্রস্তুতি নিতে হবে : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বেঁচে থাকার অধিকার রক্ষায় প্রস্তুতি নিতে হবে : খন্দকার মোশাররফ

ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‌‘দেশকে টিকিয়ে রাখতে বেঁচে থাকার অধিকার রক্ষায় সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে জাতিসংঘের পরিবেশবিষয়ক সাবেক উপদেষ্টা ড. এস আই খান, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী এম ইনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘বাংলাদেশ-ভারতের মধ্যে পানি বন্টনের ইস্যু’ শীর্ষক এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মোস্তফা কামাল মজুমদার।

বন্যার্তদের জন্য দুঃখপ্রকাশ করে ড. মোশাররফ বলেন, ‘পত্রপত্রিকায় উঠে এসেছে বন্যাকবলিত মানুষ কতটুকু মানবেতর জীবনযাপন করছেন। অথচ সরকারের পক্ষ থেকে যে পরিকল্পনা থাকার কথা ছিল, বন্যাকবলিত মানুষের সহযোগিতায় তাদের যেভাবে এগিয়ে আসার কথা ছিল, তারা তা করেনি। বরং তারা অন্য কাজে ব্যস্ত ছিল, যা আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ, জনগণের সরকার না থাকলে জনগণের জন্য কিছু করার থাকে না, থাকে ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা।’ 

খন্দকার মোশাররফ বলেন, ‘দেশে যদি একটি জনগণের সরকার থাকে এবং জনগণের যদি সেই সরকারকে ভোটের মাধ্যমে পরিবর্তন করার ক্ষমতা থাকে তাহলে জনগণের ন্যায্য দাবিকে মূল্য দিতে বাধ্য হয়। কিন্তু অনির্বাচিত সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। তাই পানিসহ আমাদের সব ন্যায্য অধিকার আদায় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।’
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর