বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দুলুকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্বাস্থ্যের খোঁজ নেন মির্জা ফখরুল।
রুহল কুদ্দুস তালুকদার দুলুকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তিনি ১৫ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে অর্থোপেডিক ডা. এম আলী ও ডা. অমিত কাপুরের তত্ত্বাবধানে রয়েছেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই সিলেটে বন্যার্তদের জন্য ত্রাণ তৎপরতা চালাতে গিয়ে পিঠে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়লে পরে অবস্থার অবনতি হতে থাকে। এর আগে তিনি গুলশান ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক সার্জন এহসানুল রাব্বির তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা নিয়েছেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারের চিকিৎসকরা বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশে যাওয়ার জন্য এই হাসপাতালে আরও তিন সপ্তাহ চিকিৎসা নিতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন