রাজধানীর টঙ্গীর তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দান বুঝে পেলেন দ্বিতীয় পর্বের আয়োজক কমিটি সা’দ অনুসারীরা।
আজ মঙ্গলবার দুপুরে ইজতেমা ময়দানে অবস্থিত সমন্বয় কেন্দ্রে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের নেতৃত্বে ময়দান হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে মাঠ বুঝিয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, ময়দানের জিম্মাদার ডা. আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, রেজাউল করিম, মোহাম্মদ সায়েম, মিজানুর রহমান তানভীর, হাজী মনির।
আগামী শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের শেষ প্রস্তুতি।
শুক্রবারের আগেই ময়দান প্রস্তুত হবে। মুসল্লিরা আগামী বৃহস্পতিবার থেকেই ময়দানে প্রবেশ শুরু করবেন। আগামী ২২জানুয়ারি রবিবার দুপুরের পূর্বে যে কোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৩ সালের ৫৬তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
বিডি প্রতিদিন/নাজমুল