ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী আনোয়ারুল হোসেন খান চৌধুরী চিরনিদ্রায় শায়িত হলেন।
আজ বাদ আসর নামাজে জানাজা শেষে নান্দাইলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শনিবার দিবাগত রাত ৯.২০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র সদস্য বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরীর পিতা তিনি।
আনোয়ারুল হোসেন খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আনোয়ারুর হোসেন খান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সাবেক নির্বাচিত সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পরে সভাপতি ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত