মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর একটি হোটেলে ‘এনভিশনিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
কনফারেন্সে সম্মানিত অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। পৃথক দুই দিনে সম্মেলনে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম. তারিক আহসান।
প্যানেল আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. একিউএম শফিউল আজমসহ দেশি-বিদেশি বিভিন্ন অধ্যাপক। বাংলাদেশে উচ্চশিক্ষা কাঠামোগত সংস্কারে টেকসই উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের শিল্প প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তকরণের নানান বিষয় প্যানেল আলোচনায় উঠে আসে।
বাংলাদেশে উচ্চশিক্ষার সংকট তুলে ধরে অর্থায়ন, শিক্ষকের মানোন্নয়ন এবং গুণগত শিক্ষার সংকটের কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উচ্চশিক্ষার রূপান্তর ও মানোন্নয়নে শিক্ষক এবং শিক্ষার গুণগতমানের বিষয়ে জোর দেন শিক্ষামন্ত্রী। টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চশিক্ষায় ‘কমিউনিটি কলেজ’ ধারণা প্রবর্তনের পক্ষে মত দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
বিডি-প্রতিদিন/বাজিত