৪ মার্চ, ২০২৩ ১৮:৫২

সংবিধান বিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না : আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক

সংবিধান বিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না : আব্দুর রহমান

সংবিধান বিরোধী কোনো দাবি আওয়ামী লীগ মানবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান।

শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় আব্দুর রহমান আরও বলেন, নির্বাচনে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চায় আওয়ামী লীগ। সরকার বিরোধীদের ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পূরণ হবে না।

তত্ত্বাবধায়ক সরকার নয়, বিএনপি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দিয়ে লড়াই করবে দলের নেতা-কর্মীরা।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর