প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের গ্রেড ১৩তম থেকে ১০তম করার দাবি জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে এ দাবি জানায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
মানববন্ধনে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘শিক্ষকরা সম্মানের সঙ্গে বাঁচতে চান, তাই ১০ম গ্রেডের বিকল্প নেই।’
প্রবীণ এ শিক্ষক নেতা বলেন, ‘আজকে সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। শিক্ষক নেতারা কখনো ঐক্যবদ্ধ হতে পারবেন না, কারণ তারা দালালিতে ব্যস্ত।’
সিদ্দিকুর রহমান বলেন, ‘এই ১০ম গ্রেড আন্দোলন আমরা শুরু করেছিলাম এরশাদ সরকারের আমলে। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মর্যাদা দিতে সরকারের কার্পণ্য দেখে আমরা হতাশ।’
এ সময় প্রাথমিক শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের জন্য সরকার প্রধানের সহযোগিতা চান তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ