রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার বেলা পৌনে ৫টায় তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা করেন।
এর আগে গত শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন