জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
জাতীয় পার্টির গুলশানের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দুই শতাধিক লোকের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তবে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ধ্বংস, হরতাল, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহার করে। আমরা বিরোধীদল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করে আসছি ও আগামীতে তাই করবো। সরকারের ভালো কাজকে আমরা প্রশংসা করবো।’
দলীয় নেতাকর্মীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘রিরোধ নয়, ঐক্য গড়ে তুলুন।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলীয় চিফ হুইফ মশিউর রহমান রাঙ্গা, রাহ্গির আল মাহি সাদ এরশাদ, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ