বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এক দফা দাবি নিয়ে সারা দেশে মানুষ আজ ঐক্যবদ্ধ। সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো। এ সরকার যত হামলা আর মামলা করুক, বিএনপিকে এবার থামানো যাবে না।
মঙ্গলবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর বিএনপির পদযাত্রায় নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।
আলাল বলেন, আওয়ামী লীগ শুধু উন্নয়নের কথা বলে। তাদের উন্নয়ন গরুর গাড়ির হেডলাইটের মতো। গরুর গাড়ির হেডলাইট দিয়ে যেমন রাতে চলতে পারে না; এই সরকারের উন্নয়ন দিয়ে তেমনি রাতে চলা যায় না। দেশের সকল জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার সব সেক্টরে লুটপাট করছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে মামলা দিচ্ছে। আমি বলতে চাই যত হামলা মামলা হোক আমরা এই ভোট চোর সরকার পদত্যাগ করার আগে আমরা ঘরে ফিরবো না।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত