পদযাত্রা কর্মসূচিতে হামলায় কর্মী নিহতের ঘটনায় ঢাকায় শোকর্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হবে। মগবাজারে গিয়ে শেষ হবে র্যালিটি।
গতকাল বুধবার বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে বেলা ১১টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও তা পরিবর্তন করে বিকেল ৩টায় শুরুর কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।
এর আগে, বুধবার বেলায় ১১টায় আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন হয়। শেষ হয় যাত্রাবাড়ী চৌরাস্তায় এসে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এসময় অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/শফিক