১ অক্টোবর, ২০২৩ ১৬:৫২

৬ দাবিতে দেশব্যাপী সমাবেশের ঘোষণা গণতান্ত্রিক ছাত্র জোটের

অনলাইন ডেস্ক

৬ দাবিতে দেশব্যাপী সমাবেশের ঘোষণা গণতান্ত্রিক ছাত্র জোটের

৬ দাবিতে দেশব্যাপী ছাত্র সমাবেশের ঘোষণা গণতান্ত্রিক ছাত্র জোটের

জাতীয় নির্বাচন সামনে রেখে বর্তমান সরকারের পদত্যাগসহ ছয় দফা দাবিতে দেশব্যাপী ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে বামপন্থী সাতটি সংগঠন নিয়ে গঠিত ‘গণতান্ত্রিক ছাত্র জোট’।

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ অক্টোবর চট্টগ্রামে ছাত্র সমাবেশ, ১৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ৪ নভেম্বর রংপুরে, ৫ নভেম্বর বগুড়ায়, ৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ১১ নভেম্বর বরিশালে, ১৭ নভেম্বর সিলেটে, ১৮ নভেম্বর ময়মনসিংহে এবং ২৪ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক সাদেকুল ইসলাম সোহেল।

লিখিত বক্তব্যে ৬ দফা দাবিতে দেশব্যাপী ওই ছাত্র সমাবেশের ঘোষণা দেন সাদেকুল ইসলাম। 

দাবিগুলো হলো-

১. ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। 
২. সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক এবং একই ধারার শিক্ষানীতি প্রণয়ন করা। জাতীয় শিক্ষাক্রম- ২০২১ বাতিল করতে হবে। 
৩. কাগজ-কলমসহ শিক্ষা উপকরণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস দখলদারত্ব বন্ধ করতে হবে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।
৫. সাইবার নিরাপত্তা আইন ও অত্যাবশ্যকীয় পরিষেবা বিল- ২০২৩ বাতিল করতে হবে। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে।
৬. রাষ্ট্রীয়ভাবে গুম-খুন-নির্যাতন ও বিনাবিচারে মানুষ হত্যা বন্ধ করতে হবে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর