আজ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর অতিথিদের নিয়ে মুন্সিগঞ্জের মাওয়া থেকে ট্রেনে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ২টায় এক জনসভায় ভাষণ দেবেন তিনি।
পদ্মা রেল সেতু উদ্বোধনের জন্য মাওয়ার উদ্দেশ্যে গণভবন ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে সড়ক পথে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এমপির জনসভা উপলক্ষে ভাঙ্গা পৌর শহর এখন মিছিলের শহরে পরিণত হয়েছে।
আজ দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে ভাঙ্গা পৌরসভার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, আজ ভাঙ্গায় ঐতিহাসিক জনসভা হবে। লাখ লাখ লোকের সমাগম হবে। ফরিদপুর অঞ্চলের মানুষ আজকের দিনটির জন্য অপেক্ষায় ছিলো জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বরণ করার জন্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন