রাজধানীতে আবারও বেড়ে গেছে অবৈধ ভিওআইপি ব্যবসা। এ ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দায়িত্ব যাদের তাদের আন্তরিকতায় ঘাটতি থাকায় ভিওআইপি ব্যবসার হোতারা দেশ ও জাতিকে জিম্মি করে নিজেদের লুটেরা ব্যবসা আরও জোরেশোরে চালানোর সাহস পাচ্ছে। ভিওআইপি সিন্ডিকেটের লুটেরারা প্রতি মাসে শত শত কোটি টাকা লুট করে তার বড় অংশ বিদেশে পাচার করছে। অবৈধ ভিওআইপি ব্যবসা সম্পর্কে দেশের গণমাধ্যমে এ যাবৎ বিপুলসংখ্যক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে যে কোনো মূল্যে ভিওআইপি ব্যবসা বন্ধের পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই অবৈধ ব্যবসার সঙ্গে বিবেক বিক্রিত রাজনৈতিক নেতা, টেলিকম মন্ত্রণালয়, রেগুলেটরি সংস্থা বিটিআরসির কর্মকর্তা-কর্মচারী, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যদের গোপন সম্পর্ক থাকায় তাদের সামাল দেওয়া সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ লোকজনকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে এর মূল হোতারা। বিশেষত, বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রথী-মহারথীদের কেউ কেউ বেনিফিসিয়ারি হওয়ায় এ অবৈধ ব্যবসার টুঁটি চেপে ধরা সম্ভব হয়নি। আমরা মনে করি, অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে রেগুলেটরি সংস্থা বিটিআরসির মধ্যে যেসব বিভীষণ রয়েছে, তাদের আগে চিহ্নিত করতে হবে। রাজনীতির যেসব নোংরা জীব অবৈধ ভিওআইপি ব্যবসার রক্ষক হিসেবে ভূমিকা পালন করছে, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে যেমন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তেমন আইনের হাতে সোপর্দ করতে হবে। ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্কযুক্ত যেসব সাদা পোশাকের অপরাধী একের পর এক ইন্টারন্যাশনাল গেটওয়ের লাইসেন্স নিয়ে ভিওআইপির মাধ্যমে অবৈধ কল টার্মিনেশনে জড়িয়েছে তাদের চিহ্নিত করে নজরদারির আওতায় আনতে হবে। অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে বছরে অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। যে অর্থ জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখতে পারত তা চলে যাচ্ছে লুটেরাদের পকেটে। এ সম্পর্কে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশপ্রেমসুলভ মনোভাবের পরিচয় দেবেন, আমরা তেমনটিই দেখতে চাই।
শিরোনাম
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
অবৈধ ভিওআইপি ব্যবসা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর