রাজধানীতে আবারও বেড়ে গেছে অবৈধ ভিওআইপি ব্যবসা। এ ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দায়িত্ব যাদের তাদের আন্তরিকতায় ঘাটতি থাকায় ভিওআইপি ব্যবসার হোতারা দেশ ও জাতিকে জিম্মি করে নিজেদের লুটেরা ব্যবসা আরও জোরেশোরে চালানোর সাহস পাচ্ছে। ভিওআইপি সিন্ডিকেটের লুটেরারা প্রতি মাসে শত শত কোটি টাকা লুট করে তার বড় অংশ বিদেশে পাচার করছে। অবৈধ ভিওআইপি ব্যবসা সম্পর্কে দেশের গণমাধ্যমে এ যাবৎ বিপুলসংখ্যক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে যে কোনো মূল্যে ভিওআইপি ব্যবসা বন্ধের পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই অবৈধ ব্যবসার সঙ্গে বিবেক বিক্রিত রাজনৈতিক নেতা, টেলিকম মন্ত্রণালয়, রেগুলেটরি সংস্থা বিটিআরসির কর্মকর্তা-কর্মচারী, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যদের গোপন সম্পর্ক থাকায় তাদের সামাল দেওয়া সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ লোকজনকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে এর মূল হোতারা। বিশেষত, বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রথী-মহারথীদের কেউ কেউ বেনিফিসিয়ারি হওয়ায় এ অবৈধ ব্যবসার টুঁটি চেপে ধরা সম্ভব হয়নি। আমরা মনে করি, অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে রেগুলেটরি সংস্থা বিটিআরসির মধ্যে যেসব বিভীষণ রয়েছে, তাদের আগে চিহ্নিত করতে হবে। রাজনীতির যেসব নোংরা জীব অবৈধ ভিওআইপি ব্যবসার রক্ষক হিসেবে ভূমিকা পালন করছে, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে যেমন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তেমন আইনের হাতে সোপর্দ করতে হবে। ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্কযুক্ত যেসব সাদা পোশাকের অপরাধী একের পর এক ইন্টারন্যাশনাল গেটওয়ের লাইসেন্স নিয়ে ভিওআইপির মাধ্যমে অবৈধ কল টার্মিনেশনে জড়িয়েছে তাদের চিহ্নিত করে নজরদারির আওতায় আনতে হবে। অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে বছরে অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। যে অর্থ জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখতে পারত তা চলে যাচ্ছে লুটেরাদের পকেটে। এ সম্পর্কে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশপ্রেমসুলভ মনোভাবের পরিচয় দেবেন, আমরা তেমনটিই দেখতে চাই।
শিরোনাম
- রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন