রাজধানীতে আবারও বেড়ে গেছে অবৈধ ভিওআইপি ব্যবসা। এ ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দায়িত্ব যাদের তাদের আন্তরিকতায় ঘাটতি থাকায় ভিওআইপি ব্যবসার হোতারা দেশ ও জাতিকে জিম্মি করে নিজেদের লুটেরা ব্যবসা আরও জোরেশোরে চালানোর সাহস পাচ্ছে। ভিওআইপি সিন্ডিকেটের লুটেরারা প্রতি মাসে শত শত কোটি টাকা লুট করে তার বড় অংশ বিদেশে পাচার করছে। অবৈধ ভিওআইপি ব্যবসা সম্পর্কে দেশের গণমাধ্যমে এ যাবৎ বিপুলসংখ্যক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে যে কোনো মূল্যে ভিওআইপি ব্যবসা বন্ধের পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই অবৈধ ব্যবসার সঙ্গে বিবেক বিক্রিত রাজনৈতিক নেতা, টেলিকম মন্ত্রণালয়, রেগুলেটরি সংস্থা বিটিআরসির কর্মকর্তা-কর্মচারী, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যদের গোপন সম্পর্ক থাকায় তাদের সামাল দেওয়া সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ লোকজনকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে এর মূল হোতারা। বিশেষত, বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রথী-মহারথীদের কেউ কেউ বেনিফিসিয়ারি হওয়ায় এ অবৈধ ব্যবসার টুঁটি চেপে ধরা সম্ভব হয়নি। আমরা মনে করি, অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে রেগুলেটরি সংস্থা বিটিআরসির মধ্যে যেসব বিভীষণ রয়েছে, তাদের আগে চিহ্নিত করতে হবে। রাজনীতির যেসব নোংরা জীব অবৈধ ভিওআইপি ব্যবসার রক্ষক হিসেবে ভূমিকা পালন করছে, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে যেমন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তেমন আইনের হাতে সোপর্দ করতে হবে। ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্কযুক্ত যেসব সাদা পোশাকের অপরাধী একের পর এক ইন্টারন্যাশনাল গেটওয়ের লাইসেন্স নিয়ে ভিওআইপির মাধ্যমে অবৈধ কল টার্মিনেশনে জড়িয়েছে তাদের চিহ্নিত করে নজরদারির আওতায় আনতে হবে। অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে বছরে অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। যে অর্থ জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখতে পারত তা চলে যাচ্ছে লুটেরাদের পকেটে। এ সম্পর্কে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশপ্রেমসুলভ মনোভাবের পরিচয় দেবেন, আমরা তেমনটিই দেখতে চাই।
শিরোনাম
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা