রাজধানীতে আবারও বেড়ে গেছে অবৈধ ভিওআইপি ব্যবসা। এ ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দায়িত্ব যাদের তাদের আন্তরিকতায় ঘাটতি থাকায় ভিওআইপি ব্যবসার হোতারা দেশ ও জাতিকে জিম্মি করে নিজেদের লুটেরা ব্যবসা আরও জোরেশোরে চালানোর সাহস পাচ্ছে। ভিওআইপি সিন্ডিকেটের লুটেরারা প্রতি মাসে শত শত কোটি টাকা লুট করে তার বড় অংশ বিদেশে পাচার করছে। অবৈধ ভিওআইপি ব্যবসা সম্পর্কে দেশের গণমাধ্যমে এ যাবৎ বিপুলসংখ্যক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে যে কোনো মূল্যে ভিওআইপি ব্যবসা বন্ধের পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই অবৈধ ব্যবসার সঙ্গে বিবেক বিক্রিত রাজনৈতিক নেতা, টেলিকম মন্ত্রণালয়, রেগুলেটরি সংস্থা বিটিআরসির কর্মকর্তা-কর্মচারী, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যদের গোপন সম্পর্ক থাকায় তাদের সামাল দেওয়া সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ লোকজনকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে এর মূল হোতারা। বিশেষত, বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রথী-মহারথীদের কেউ কেউ বেনিফিসিয়ারি হওয়ায় এ অবৈধ ব্যবসার টুঁটি চেপে ধরা সম্ভব হয়নি। আমরা মনে করি, অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে রেগুলেটরি সংস্থা বিটিআরসির মধ্যে যেসব বিভীষণ রয়েছে, তাদের আগে চিহ্নিত করতে হবে। রাজনীতির যেসব নোংরা জীব অবৈধ ভিওআইপি ব্যবসার রক্ষক হিসেবে ভূমিকা পালন করছে, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে যেমন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তেমন আইনের হাতে সোপর্দ করতে হবে। ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্কযুক্ত যেসব সাদা পোশাকের অপরাধী একের পর এক ইন্টারন্যাশনাল গেটওয়ের লাইসেন্স নিয়ে ভিওআইপির মাধ্যমে অবৈধ কল টার্মিনেশনে জড়িয়েছে তাদের চিহ্নিত করে নজরদারির আওতায় আনতে হবে। অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে বছরে অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। যে অর্থ জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখতে পারত তা চলে যাচ্ছে লুটেরাদের পকেটে। এ সম্পর্কে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশপ্রেমসুলভ মনোভাবের পরিচয় দেবেন, আমরা তেমনটিই দেখতে চাই।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
অবৈধ ভিওআইপি ব্যবসা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর