রাজধানীতে আবারও বেড়ে গেছে অবৈধ ভিওআইপি ব্যবসা। এ ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দায়িত্ব যাদের তাদের আন্তরিকতায় ঘাটতি থাকায় ভিওআইপি ব্যবসার হোতারা দেশ ও জাতিকে জিম্মি করে নিজেদের লুটেরা ব্যবসা আরও জোরেশোরে চালানোর সাহস পাচ্ছে। ভিওআইপি সিন্ডিকেটের লুটেরারা প্রতি মাসে শত শত কোটি টাকা লুট করে তার বড় অংশ বিদেশে পাচার করছে। অবৈধ ভিওআইপি ব্যবসা সম্পর্কে দেশের গণমাধ্যমে এ যাবৎ বিপুলসংখ্যক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে যে কোনো মূল্যে ভিওআইপি ব্যবসা বন্ধের পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই অবৈধ ব্যবসার সঙ্গে বিবেক বিক্রিত রাজনৈতিক নেতা, টেলিকম মন্ত্রণালয়, রেগুলেটরি সংস্থা বিটিআরসির কর্মকর্তা-কর্মচারী, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যদের গোপন সম্পর্ক থাকায় তাদের সামাল দেওয়া সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ লোকজনকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে এর মূল হোতারা। বিশেষত, বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রথী-মহারথীদের কেউ কেউ বেনিফিসিয়ারি হওয়ায় এ অবৈধ ব্যবসার টুঁটি চেপে ধরা সম্ভব হয়নি। আমরা মনে করি, অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে রেগুলেটরি সংস্থা বিটিআরসির মধ্যে যেসব বিভীষণ রয়েছে, তাদের আগে চিহ্নিত করতে হবে। রাজনীতির যেসব নোংরা জীব অবৈধ ভিওআইপি ব্যবসার রক্ষক হিসেবে ভূমিকা পালন করছে, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে যেমন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তেমন আইনের হাতে সোপর্দ করতে হবে। ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্কযুক্ত যেসব সাদা পোশাকের অপরাধী একের পর এক ইন্টারন্যাশনাল গেটওয়ের লাইসেন্স নিয়ে ভিওআইপির মাধ্যমে অবৈধ কল টার্মিনেশনে জড়িয়েছে তাদের চিহ্নিত করে নজরদারির আওতায় আনতে হবে। অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে বছরে অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। যে অর্থ জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখতে পারত তা চলে যাচ্ছে লুটেরাদের পকেটে। এ সম্পর্কে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশপ্রেমসুলভ মনোভাবের পরিচয় দেবেন, আমরা তেমনটিই দেখতে চাই।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর