বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অপহরণ, গুম, জেল ও গুলি করে সরকার বিরোধী আন্দোলন ঠেকানো যাবে না বলে।
তিনি আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটে বিএনপির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেন।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আমরা অহিংস আন্দোলন করবো। কিন্তু আমাদের আন্দোলনে কোন বাধা দেবেন না। আমরা হরতাল দেবো আর সেই হরতালও হবে শান্তিপূর্ণ ও অহিংস। একই সাথে তিনি বলেন, এক এগারোর ভূত এখনও জনগণের মাথা থেকে নামেনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সংগঠন নিয়ে কাজ করছি। তাই কেউ কমিটিতে প্রভুত্ব নিয়ে জোর করে থাকবেন না। দলের জন্য কাজ করুন, দল আপনাকেই অবশ্যই জায়গা দেবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী-খান সোহেল ফারুক।