শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নৌ-পথে বাড়ছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

নৌ-পথে বাড়ছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ফাইল ফটো

মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের স্পিডবোট, ট্রলার, লঞ্চ ও ফেরিতে রয়েছে যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড়। আজ শুক্রবার সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে।

এদিকে ঘাট এলাকায় অতিরিক্ত গাড়ির চাপের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর থেকে যানজট সৃষ্টি হয়। ফলে গাড়ি চলছে ধীর গতিতে। এতে সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ঘরমুখো মানুষ ঢাকা থেকে বাসে করে মাওয়া ঘাটে আসছেন। তারপর স্পিডবোট, লঞ্চ, ট্রলার বা ফেরিতে পদ্মা পার হয়ে যাচ্ছেন মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে। সেখান থেকে বাস, মাইক্রোবাস বা অন্যান্য যানবাহনে করে ছুটছেন খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুরের ২১ জেলায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক এমএ বাতেন মিয়া জানান, বর্তমানে ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। গত দিনের তুলনা আজ শুক্রবার সকাল থেকেই যাত্রীদের চাপ একটু বেড়ে গেছে। আগামী ২-৩ দিন এর চাপ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর