ঢাকা বিশ্ববিদ্যালয় সতীর্থ ঊনসত্তর ২০১৫-২০১৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সতীর্থ ঊনসত্তর-এর আহ্বায়ক ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান একরাম আহমেদ।
সভায় ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সভাপতি এবং সাবেক সচিব মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি রেজাউল হক চৌধুরী মুস্তাক, প্রফেসর এ বি এম ফারুক, খোদা বক্স চৌধুরী, অধ্যাপক আবুল কালাম আজাদ, বেগম শামসাদ বেগম। সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শাহজালাল উদ্দিন খান ফিরোজ, যুগ্ম-সম্পাদক আনসার উদ্দিন আহমেদ, নরেশ ভূইয়া ও বেগম কানিজ ফাতেমা। এ ছাড়া ১৮ জনকে সদস্য এবং নির্বাহী কমিটি কর্তৃক আরও তিনজনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।