মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাংবাদিকদের ‘বিশেষায়িত’ জ্ঞান প্রয়োজন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ‘বিশেষায়িত’ প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গতকাল ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে সাংবাদিকদের বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন। আর এ জন্য প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বের দাবি রাখে। প্রশিক্ষণের ব্যবস্থার জন্য সাংবাদিক সংগঠনগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান স্পিকার। ডিএসইসি সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, রংপুর সিটি মেয়র শরফুদ্দিন আহমদ ঝন্টু বক্তব্য রাখেন। শিরীন শারমিন বলেন, তথ্য-প্রযুক্তির উন্নয়নের ফলে এখন গণমাধ্যমেও অনেক পরিবর্তন আসছে। সংবাদপত্রের পাশাপাশি অনলাইন ও টেলিভিশনের খবরও গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে। রিপোর্টাররা যে খবর সরবরাহ করেন সেটায় তাত্ক্ষণিক পরিবর্তন আনতে হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর