শিরোনাম
মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

১০ বছরের মধ্যে সবচেয়ে নিচে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। গত মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ। আগের মাস এপ্রিলে এই হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশে।  গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, দেশে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে। জ্বালানি তেলের দামও কম। যে কারণে মূল্যস্ফীতির হার নিম্নমুখী। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির নিম্নমুখী হার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা অধিকাংশ নন-ফুড বাইরে থেকে আমদানি করে থাকি। বর্তমানে এসব পণ্যের আমদানি রেটও কম। যে কারণে নন-ফুডেও মূল্যস্ফীতির হার কম।’ তবে রোজার পরে মূল্যস্ফীতির হার বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে মানুষের নানা ধরনের কেনাকাটা থাকবে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ায় ক্রয় ক্ষমতাও বাড়বে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর