Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৪ জুন, ২০১৬ ০১:৩৫

১০ বছরের মধ্যে সবচেয়ে নিচে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক

১০ বছরের মধ্যে সবচেয়ে নিচে মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। গত মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ। আগের মাস এপ্রিলে এই হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশে।  গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, দেশে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে। জ্বালানি তেলের দামও কম। যে কারণে মূল্যস্ফীতির হার নিম্নমুখী। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির নিম্নমুখী হার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা অধিকাংশ নন-ফুড বাইরে থেকে আমদানি করে থাকি। বর্তমানে এসব পণ্যের আমদানি রেটও কম। যে কারণে নন-ফুডেও মূল্যস্ফীতির হার কম।’ তবে রোজার পরে মূল্যস্ফীতির হার বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে মানুষের নানা ধরনের কেনাকাটা থাকবে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ায় ক্রয় ক্ষমতাও বাড়বে।’


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর