শিরোনাম
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ওমরাহ হজ ব্যবস্থাপনা

সম্মাননা পেল ১৩ এজেন্সি

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে ওমরাহ হজ নিয়ে রাজধানীতে সৌদীভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কাসওয়ার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় কাসওয়া কনফারেন্স ফর ওমরাহ-১৪৩৮’ শীর্ষক অনুষ্ঠানে ওমরাহ হজ ব্যবস্থাপনায় স্বীকৃতিস্বরূপ কাসওয়ার পক্ষ থেকে বাংলাদেশের ১৩টি এজেন্সিকে সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য বজলুল হক হারুন, বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের ওমরাহ অপারেটর কাসওয়ার চেয়ারম্যান মাহমুদ আসাদ হাশেম।

সংগঠনটির প্রধান উপদেষ্টা রিয়াজ মাহমুদ জানান, কাসওয়ার আওতায় বিশ্বের মোট ৪৮টি দেশ কাজ করছে। সারা বিশ্বে এর এজেন্টের সংখ্যা ১৭৪। ক্রমান্বয়ে এর পরিধি আরও বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ট্রাভেল এজেন্সি বা ব্যক্তিগত উদ্যোগে হজ করতে গিয়ে অনেকেই নানা সমস্যায় পড়েন। তবে কাসওয়ার মাধ্যমে গেলে এ ধরনের কোনো সমস্যা থাকবে না। আবাসিক ও যানবাহনের সুবিধা নিশ্চিতসহ নেওয়া হচ্ছে নানা ধরনের উদ্যোগ।

সম্মাননাপ্রাপ্ত এজেন্সি: বিকন ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড, ঝুমার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, প্যানব্রাইট ট্রাভেলস, জেরিটেজ এয়ার এক্সপ্রেস, প্রিয়াংকা ট্রেডার্স, আলী এয়ার, আমানত এভিয়েশন, বিডি এক্স ইন্টারন্যাশনাল, ভ্যালেনশিয়া ট্রাভেলস, তানভীর ট্রাভেলস, রাজবীথি ট্রাভেলসসহ মোট ১৩টি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর