পদ্মা ও যমুনার মোহনায় জেলেদের জালে ধরা পড়া প্রায় ২৫ কেজি ওজনের একটি মহাবিপন্ন বাগাড় ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির শিকার, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও গতকাল সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট বাজারে প্রকাশ্য নিলামে বিক্রি হয়েছে। স্থানীয়রা জানান, ভোরে পদ্মা ও যমুনার মোহনায় বিভিন্ন অঞ্চলের জেলেরা মাছ শিকারে নামেন। পাবনার ঢালারচরে জেলে শাজাহান ও আক্কাছ শেখের জালে মাছটি ধরা পড়ে। তাঁরা মাছটি বিক্রি করতে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। নিলামে তোলা হলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কেনেন।
ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৫ কেজির বাগাড়টি ৪০ হাজার টাকায় কেনেন। পরে কেজিতে ১০০ টাকা লাভে ৪২ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাগাড় শিকার নিষিদ্ধ। কিন্তু মৎস্য সংরক্ষণ আইনে বাগাড় নিষিদ্ধের কথা বলা নেই। অন্য দপ্তরের আইন সম্পর্কে আমাদের মৎস্য বিভাগের করণীয় কিছুই নেই।’