গণ অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ কোন পথে যাবে? গণতন্ত্র আর জবাবদিহি প্রতিষ্ঠিত হবে এ দেশে, নাকি দীর্ঘমেয়াদি নৈরাজ্য গ্রাস করবে একে? পৃথিবীর আরও যেসব রাষ্ট্র এমন সংকটের মুখে পড়েছে নানান সময়ে, তারা কীভাবে উত্তরণ করেছে? কোন কোন রাষ্ট্র উত্তরণে আদৌ সক্ষম হয়নি? A Fractured Path : Challenges of Democratic Transition in Bangladesh বইটিতে লেখক অধ্যাপক আলী রীয়াজ এ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন। গত অর্ধশতকে যে দেশগুলো এ রূপান্তরে সফল বা ব্যর্থ হয়েছে তাদের অভিজ্ঞতা লেখক বিশ্লেষণ করেছেন বইটিতে। অন্যদিকে চব্বিশের গণ অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালনের সুবাদে অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশের রাজনীতির সংকটময় মুহূর্তে অন্যতম কেন্দ্রীয় ভূমিকায় থেকে বাংলাদেশের বিশেষ বাস্তবতাও অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ পেয়েছেন। গ্রন্থটিতে একদিকে তাই যেমন মিলবে বৈশ্বিক অভিজ্ঞতার সারসংক্ষেপ, আরেকদিকে বাংলাদেশের বিশেষ বাস্তবতার উপলব্ধি।
গভীর বিশ্লেষণমূলক ও চিন্তাপ্রবণ A Fractured Path গ্রন্থটি রচিত হয়েছে সহজবোধ্য ভাষায়। গবেষক, নীতিনির্ধারক বা কর্মী থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী সবার জন্য বইটি অবশ্যপাঠ্য। বিশ্বের অন্য দেশগুলোতেও যাঁরা গণতান্ত্রিক রূপান্তর নিয়ে গবেষণা করেন, তাঁরাও বইটি থেকে বিপুলভাবে উপকৃত হবেন। উল্লেখ্য, ইউপিএল প্রকাশিত অধ্যাপক আলী রীয়াজের অন্য গ্রন্থ More Than Meets the Eye দি ইকোনমিস্ট পত্রিকার বাংলাদেশকে নিয়ে জানার জন্য পাঁচটি নির্বাচিত বইয়ের তালিকায় স্থান পেয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতিবিজ্ঞানের একজন বিশিষ্ট অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।